ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

অনুদানের ছবিতে রত্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, মে ১৯, ২০১৫
অনুদানের ছবিতে রত্না রত্না/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দীর্ঘদিন বিরতির পর চিত্রনায়িকা রত্না এবার সরকারী অনুদানের একটি ছবির কাজ শুরু করেছেন। নাম ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’।

ছবিটি পরিচালনা করছেন অভিনেতা ড্যানি সিডাক। ১৮ মে থেকে বিএফডিসিতে ছবিটির প্রথম লটের শুটিং শুরু করেন এ অভিনেত্রী। এ সিনেমাটির সার্বিক ত্বত্তাবধানে থাকছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

রত্না বাংলানিউজকে বলেন, ‘গল্প নির্ভর এ ছবিতে কাজ করে বেশ ভালো লাগছে। আর সরকারি অনুদানের ছবিতে কাজ করা তো আনন্দের বিষয়। এ ছবিগুলো হয় চরিত্রেরও গভীরতা থাকে। আশা করছি, সকলের পছন্দ হবে। ’

রত্নার বিপরীতে অভিনয় করছেন সাজিদ ইফতেখার। এতে গান থাকছে মোট তিনটি। রত্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘টাইম মেশিন’। এছাড়া সত্যরঞ্জন রোমান পরিচালিত ‘পরান পাখি’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে তার।



( উপরের ছবিতে রত্নার সঙ্গে চিত্রনায়িকা মুনমুন। এ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। )

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ১৯ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।