ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিসেম্বরের মধ্যে ১০-১২ দেশে ভোটার কার্যক্রম হাতে নেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মে ১৮, ২০২৫
ডিসেম্বরের মধ্যে ১০-১২ দেশে ভোটার কার্যক্রম হাতে নেবে ইসি নির্বাচন ভবন।

ঢাকা: আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১২টি দেশে ভোটার কার্যক্রম হাতে নেবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশেই প্রবাসীদের দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

রোববার (১৮ মে) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এমন তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। দূতাবাস থেকে ক্লিয়ারেন্স পেলে কাজ শুরু হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ১০ থেকে ১২টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করি।  

হুমায়ুন কবীর বলেন, বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে ৪০টি দেশে এই কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। নয়টি দেশ থেকে এ পর্যন্ত ৪৫ হাজার ১৮৪টি আবেদন পাওয়া গেছে। এদের মধ্যে তিন হাজার ৫৬৩ জনের আবেদন বাতিল করা হয়েছে। তদন্তে তাদের ঠিকানা ও অন্যান্য ডকুমেন্টস সঠিক পাওয়া যায়নি। অন্যদিকে ১৬ হাজার ২৯ জনের তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। সব মিলিয়ে ২৩ হাজার ২৯৫ জনকে এই প্রক্রিয়ার মধ্যে আনতে পেরেছি। এই পর্যন্ত ১১ হাজার ১৫৮ জনের স্মার্টকার্ড প্রিন্ট করে তাদের মধ্যে বিলি করার জন্য মিশন অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।  

এনআইডি মহাপরিচালক বলেন, সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ১৯৭ জন আবেদন করেছেন, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নয় হাজার ৪২৩ জনের। সৌদি আরব থেকে আবেদন করেছেন তিন হাজার ৫৫৪ জন, আপলোড হয়েছে ৫৭৭ জন। যুক্তরাজ্য থেকে আট হাজার ৫২৯ জন প্রবাসী বাংলাদেশি আবেদন করেছেন, নিবন্ধন সম্পন্ন হয়েছে তিন হাজার ৯৮৫ জনের। ইতালি থেকে ছয় হাজার ৩৭২ জন আবেদন করেছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে দুই হাজার ৪২৩ জনের। কুয়েত থেকে এ পর্যন্ত আবেদন এসেছে তিন হাজার ৭৮২ জনের, নিবন্ধন সম্পন্ন হয়েছে এক হাজার ৩০৩ জনের। কাতার প্রবাসীদের দুই হাজার ৮০২ জন এনআইডি পেতে আবেদন করেছেন, এর মধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে এক হাজার ৮২ জনের। মালয়েশিয়া থেকে আবেদন করেছেন ৯৪৮ জন, ইসির সার্ভারে আপলোড হয়েছে ৩৫৬ জনের তথ্য। এ ছাড়া অস্ট্রেলিয়া ও কানাডায় সম্প্রতি কাজ শুরু হয়েছে। এখনও তথ্য আসেনি।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।