প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলেও আমলে নেবে সংস্থাটি।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম একটু সহজ করার কথা ভাবছি আমরা। এজন্য পরিচালনা পদ্ধতি সংশোধনের কথা ভাবা হচ্ছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রবাসীরা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও ভোটার হতে পারবেন।
বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।
প্রবাসীদের চার তথ্য দেওয়া বাধ্যতামূলক:
বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হয়।
ইইউডি