ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন: লটারির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ চায় জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, অক্টোবর ১৩, ২০২৫
সংসদ নির্বাচন: লটারির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ চায় জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো।

জাতীয় সংসদ নির্বাচনে লটারির ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন দলটির নেতারা।

বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলেছি। আমরা বলেছি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার নিয়োগ যেন লটারির মাধ্যমে হয়।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারের জেলা প্রশাসকদের নিয়োগ দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে ইসির নিজস্ব কর্মকর্তারাও এই দায়িত্ব পাওয়ার দাবি জানিয়ে আসছে।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।