ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, অক্টোবর ১২, ২০২৫
প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগে তিনি ভোটার ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ঠিকানায়। এটি পরিবর্তন করে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায়। এটি গুলশান-২ এর অন্তর্ভুক্ত। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে।

প্রধান উপদেষ্টা নিজেই এই আবেদন করলে গত ১৭ ফেব্রুয়ারি তার এই আবেদন অনুমোদন করেন এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

কোনো ব্যক্তি যে এলাকার ভোটার হন, সেই এলাকাতে তিনি যে কোনো নির্বাচনের ভোট দিতে পারেন।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।