ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবির সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, এপ্রিল ৪, ২০২১
রাবির সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

রাবি: রাতের অন্ধকারে সীমানা প্রাচীর ভেঙে ট্রাকে করে বালু তুলে নিয়ে পুকুর ভরাটের ঘটনায় মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শনিবার (৩ এপ্রিল) বিকেলে নগরীর চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

পরে সন্ধ্যায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া তিন জন হলেন- ইশতিয়াক আহমেদ, মো. রাসেল ও মো. সোহাগ।

অধ্যাপক আব্দুস সালাম মামলার এজাহারে উল্লেখ করেন, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের পাশে সীমানা প্রাচীর ভেঙে ট্রাকে করে বালু নিয়ে অন্য কারো পুকুর ভরাট করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেন৷ এ ঘটনায় আমরা তিন জনকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।