ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাকসু নির্বাচনে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
জাকসু নির্বাচনে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক বক্তব্য রাখছেন অধ্যাপক শামীমা সুলতানা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক।

তারা হলেন, অধ্যাপক নাহরিন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারা এ ঘোষণা দেন।

দায়িত্ব থেকে সরে দাঁড়ানো শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা অভিযোগ করেন, নির্বাচন কমিশন থেকে যেভাবে ব্যালট বাক্সগুলো পাঠানোর কথা ছিল, সেভাবে কিন্তু পাঠানো হয়নি। তারা এ নির্বাচনকে হালকাভাবে নিয়েছে। নির্বাচনের দিন নতুন নতুন ভোটার তৈরি করা হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো। আজকের নির্বাচনটা ছিল সাজানো নাটক। এ জন্য আমরা বর্জন করেছি।

টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।