ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রায়েরবাজারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, সেপ্টেম্বর ১২, ২০২৫
রায়েরবাজারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা রায়েরবাজারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা

ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার পরদিন রায়েরবাজারের একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।  

এ সময় ছাত্রশিবিরের অন্যান্য বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ কর্মসূচি পালন করেন তারা।  এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর ঘোষণা দেন তারা।  

এ সময় ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন নেতারা। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

এ কর্মসূচিতে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের এই বিজয় শুধু আমাদের নয়, এটি জুলাই প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর বিজয় এবং শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। এখানে আসলে কোনো হার-জিত নেই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাইয়ে যেভাবে একসঙ্গে লড়েছি, ডাকসুতেও একসঙ্গে কাজ করব। সহযোদ্ধাদের ইশতেহার নিয়েও আমরা একসঙ্গে কাজ করব। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করাই আমাদের মূল কাজ। শিক্ষার্থীরা আমাদের উপদেষ্টা। তারা সমস্যা জানাবে, প্রয়োজন হলে আমাদের থামিয়ে দেবে, প্রশ্ন করবে, পরামর্শ দেবে-এভাবেই আমরা দায়িত্ব পালন করব।

হিজাব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, সিনেট ভবনে সারারাত স্লোগান ও আনন্দ হয়েছে। সেখানে ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান দেওয়া হয়েছিল, কাউকে ধর্ম বা পোশাকের কারণে আলাদা করে নয়। সাবিকুন্নাহার তামান্নাকে নিয়ে হিজাব প্রসঙ্গে যে স্লোগান উঠেছিল, সেটির পেছনে কারণ হলো চারুকলায় তার ছবিতে শিং এঁকে হিজাব বিকৃত করা হয়েছিল। এটি আসলে হিজাবোফোবিয়ার প্রতীকী প্রতিবাদ। বিশ্ববিদ্যালয়ে কেউ হিজাব পরলে তাকে হেনস্তা করা বা ছবি বিকৃত করা একেবারেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরাই এ বিষয়ে আওয়াজ তুলেছে।

তিনি আরও বলেন, এটি নিয়ে একটি বিদেশি মিডিয়া ভুলভাবে উপস্থাপন করেছে, যদিও তারা সব জানত। এটা তাদের নিজস্ব এজেন্ডা। তবে আমাদের দেশের মিডিয়া ঘটনাটি দেখেছে এবং সঠিকভাবে উপস্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি।

এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।