ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন তাপস কুমার দাস

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, মার্চ ২৩, ২০২১
জাবির আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন তাপস কুমার দাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাসকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) তাপস কুমার দাস নিজেই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার (২১ মার্চ) উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে আমাকে অনুষদটির ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রসঙ্গত, অনুষদটির ভারপ্রাপ্ত ডিন মো. রবিউল ইসলাম উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করায় গত বছরের ৫ অক্টোবর নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।