ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, জুলাই ৬, ২০১৯
জাবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃহল ও নবীন বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক তাজরিন ইসলাম তন্বী বলেন, ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাটে ছেলেদের হলের ছয়টি এবং মেয়েদের হলের ছয়টি টিমের অংশগ্রহণে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা চলবে শনিবার (৬ জুলাই) পর্যন্ত।

৪৮তম আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে ১২ ও ১৩ জুলাই নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

এছাড়া ১৬ জুলাই সন্ধ্যায় মুক্তমঞ্চে ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

নবীনদের জন্য প্রথমবাবের মতো ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  

এ বিষয়ে প্রতিযোগিতার আহ্বায়ক রোকেয়া আশা বলেন, নবীনদের ইংরেজি বিতর্কে আগ্রহী করে তোলার জন্যই প্রথমবারের মতো বাংলার পাশাপাশি ইংরেজি বিতর্কের আয়োজন করা হয়েছে। যা তাদের কর্মজীবনে সহায়ক হবে বলে আশা করি।

প্রতিযোগিতার আহ্বায়ক নৃবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মো. শফি মাহমুদ সাগর বলেন, হলগুলোর মধ্যে সম্প্রতি স্থাপন এবং অন্যের কথা শোনার মানসিকতা তৈরি করে মুক্তচিন্তা বিস্তার করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।