ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

অন-ক্যাম্পাস মাস্টার্সে ভর্তির সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, সেপ্টেম্বর ১, ২০২৫
অন-ক্যাম্পাস মাস্টার্সে ভর্তির সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।  

অনলাইনে প্রাথমিক আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ভর্তিবিষয়ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করা যাবে।
প্রাথমিক আবেদনের ফি হিসাবে পাঁচশ টাকা সোনালী সেবা বা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। এজন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখ করে নির্ধারিত পে-স্লিপে টাকা জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনে। মেধাতালিকা প্রকাশিত হবে ২৩ অক্টোবর। এরপর ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। ক্লাস শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে আর্টস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এবং বিজনেস স্টাডিজ গ্রুপভিত্তিক বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে থাকছে বাংলা, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, গণিত, পদার্থবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টসহ একাধিক বিষয়। ভর্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।