ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শিক্ষকদের অনশন শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, অক্টোবর ১৭, ২০২৫
শিক্ষকদের অনশন শুরু

রাজধানীর শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। আগামী রোববার (১৯ অক্টোবর) যমুনা অভিমুখে লংমার্চ করার কথা ভাবছেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর তারা অনশন শুরু করেন।

এ সময় শতাধিক শিক্ষককে শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিতে দেখা যায়। এছাড়া আশেপাশে শিক্ষকরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।

শুক্রবার সকাল থেকেই পুনরায় শিক্ষকরা জড়ো হওয়া শুরু করেন। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সমাবেশ করেন।

জুমার পর বৃষ্টির মধ্যেই তারা শহীদ মিনারে অবস্থান নেন। এখনো তারা অবস্থান করছেন।

এ সময় আন্দোলনের অন্যতম সংগঠন ও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে আজ সমাবেশ করেছি। আগামী রোববার লংমার্চের চিন্তা রয়েছে।

তিনি বলেন, সরকার আমাদের সাথে প্রহসন করছে; তামাশার মতো। আমাদের যে দাবিগুলো রয়েছে, এগুলো মন্ত্রণালয় ডিসাইডেড। কিন্তু এখন তারা তিনটি দাবির একটির চার ভাগের এক ভাগ মানতে চাইছেন। অন্য দুটি দাবি নিয়ে কথাই বলছে না।

তিনি বলেন, গতকাল মন্ত্রণালয়ে কথা বলে এসে আমি শিক্ষকদের জিজ্ঞেস করেছি, তারা এই প্রস্তাবে সন্তুষ্ট কিনা, তারা সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।  
শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।  

এফএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।