ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৬৫ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, অক্টোবর ১৬, ২০২৫
মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৬৫ শতাংশ ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৯২০ জন এবং পাসের হার ৯৯ দশমিক ৬৫ শতাংশ।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে অংশগ্রহণ করে ৩ হাজার ১৮৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের ৭৭৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ১০৭ জন এবং মানবিক বিভাগের ৩৬ জনসহ সর্বমোট ৯২০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানের গর্বিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমাদের যে সন্তানেরা আজ এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তারা আগামী বাংলাদেশের সম্পদ। এ সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।