ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

সবাইকে পাশে চায় রাকসু নির্বাচনে জয়ীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, অক্টোবর ১৭, ২০২৫
সবাইকে পাশে চায় রাকসু নির্বাচনে জয়ীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি, জিএসসহ বিভিন্ন পদে জয়ী প্রার্থীরা সবাইকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। পরাজিতদের নিজেদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে সবার পরামর্শ ও সহযোগিতা চান তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসু নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে তারা এ কথা বলেন।

সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচনে জয়ী হয়েছেন সবারই সাংগঠনিক দক্ষতা আছে, বিভিন্ন বিষয়ে তারা যোগ্য। নির্বাচনে একজন বিজয়ী হয় সেজন্য অনেকে বিজিত হন।

জাহিদ বলেন, নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের চাইতে যারা বিজিত হয়েছেন তাদের সংখ্যা বেশি। নির্বাচনের জয় পরাজয় স্বাভাবিক। আমরা সবাইকে পাশে চাই। সবার পরামর্শ ও সহযোগিতায় আমরা সবাই মিলে একসঙ্গে এই ক্যাম্পাসকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা জয়ী হয়েছে তাদের সবার যত ইশতেহার আছে আমরা সবার ইশতেহারকে একসঙ্গে করে আমরা কাজ করব।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জয়ী সালাহউদ্দিন আম্মার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে ক্যাম্পাসে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের সহযোদ্ধা। সবাইকে নিয়ে আগামীর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে আমরা সর্বোচ্চ কাজ করব।

ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জয়ী জাতীয় মহিলা দলের ফুটবলার নার্গিস খাতুন বলেন, আপনারা দেখেছেন আমরা বিভিন্ন প্যানেল থেকে জয়ী হয়ে এসেছি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সবাই একসঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে জয়ী করেছে, এটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আমার ওপর আস্থা রেখেছেন আমি আমার জায়গা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নের সর্বোচ্চ কাজ করবো। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব।

ব্রিফিংয়ে উপস্থিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার, এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, সবাই একসঙ্গে এক পরিবার হয়ে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য কাজ করবে।  

তিনি বলেন, নির্বাচনে যারা বিজিত হয়েছেন আমরা তাদেরও দেখেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে, তাদের অনেক ত্যাগ রয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবে।

সাদ্দাম আরও বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচিত করেনি। প্রার্থীরা যেসব কমিটমেন্ট দিয়ে তা পূরণ করার উদাত্ত আহ্বান জানাই।

এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।