ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন চান ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, সেপ্টেম্বর ১, ২০২৫
নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন চান ছাত্রদল ভিপি প্রার্থী আবিদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের আদেশে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ডাকসু নির্বাচন অবশ্যই নির্ধারিত সময়েই হতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে হাইকোর্টের বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদের নির্বাচন হওয়ার কথা ছিল।

জানা যায়, সম্প্রতি ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন স্থগিতের নির্দেশনা দেন আদালত।

আদালতের এই আদেশের প্রতিক্রিয়ায় আবিদুল ইসলাম খান বলেন, নির্বাচনী প্রক্রিয়া থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে।

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।