ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

বিজয়ীদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত হচ্ছে রাকসু ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, অক্টোবর ১৫, ২০২৫
বিজয়ীদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত হচ্ছে রাকসু ভবন

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে বইছে উৎসবের আমেজ।

নির্বাচিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই রাকসু ভবনের সংস্কার ও রঙের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিকেলে সরেজমিনে দেখা যায়, রঙমিস্ত্রি ও রাজমিস্ত্রিরা ভবনের ভাঙাচোরা অংশগুলো মেরামত করে রঙ ও ধোয়া-মোছার কাজ করছেন। নতুন করে সাজানো হচ্ছে ভবনের ভেতর ও বাইরের অংশ। শ্রমিকদের দাবি, আগামী রোববার (১৯ অক্টোবর) নির্বাচনের ফল ঘোষণার আগেই সংস্কার ও রঙের কাজ সম্পন্ন হবে।

রঙমিস্ত্রি মো. পলাশ বাংলানিউজকে বলেন, সকাল থেকে আমরা সংস্কারের কাজ শুরু করেছি। প্রশাসন জানিয়েছে, নির্বাচিতরা রোববার থেকেই এখানে অফিস করবেন। আমরা শনিবারের মধ্যেই কাজ শেষ করতে পারব বলে আশা করছি। আজ ও আগামীকাল সারারাতই কাজ চলবে।

রাকসু ভবনের সামনে কথা হয় বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, এতদিন এখানে নাটক, আবৃত্তি, গানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড চলতো। আমরা ভাঙাচোরা কক্ষগুলোর মেঝেতে বসেই অনুশীলন করতাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিরও একটি অফিস ছিল এখানে। যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, তাই নির্বাচিতদের বসার জন্য ভবনটির সংস্কার ও রঙের কাজ করা হচ্ছে।

এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান কমিশনার ও আরবি বিভাগের শিক্ষক নিজাম উদ্দীন বলেন, রাকসু ভবনটি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের দখলে ছিল। আমরা প্রশাসনকে বলেছি, নবনির্বাচিত রাকসু নেতৃবৃন্দ যেন সেখানে বসতে পারেন। এখন সংস্কার কাজ চলছে। আশা করছি, নির্বাচিতরা শুরু থেকেই সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এসসি/এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।