ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু নির্বাচন: ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, অক্টোবর ১৫, ২০২৫
রাকসু নির্বাচন: ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।

নির্বাচনের আগের রাতে গান-আড্ডায় মেতে উঠেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে এই চিত্র দেখা গেছে।

সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে গানের আসর বসায় মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। গিটার ও কাহনের তালে বিভিন্ন শিল্পীর গানে মাতিয়ে তোলে তারা। তাদের ঘিরে তৈরি হয় অন্যান্য শিক্ষার্থীদের ভিড়।

গানের দলের মধ্যমনি, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আতিক বলেন, ক্যাম্পাস জুড়ে একটি উৎসবের আমেজ বইছে। সেই আমেজকে আরও বাড়িয়ে তুলতে আমাদের এই চেষ্টা। আমরা এখানে যারা পড়ি, তাদের সবার জন্যই এটা প্রথম নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আজকের রাতটা আমাদের জন্য চাঁদ রাতের থেকে কম নয়।

গানের পাশাপাশি পরিবহন মার্কেটের বিভিন্ন চায়ের দোকানে বসে শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা গেছে। সেই আড্ডা ক্যাম্পাসের ইতিহাস চত্ত্বর, শহীদ মিনার ও টুকিটাকিতেও ছড়িয়ে ছিল। সেখানে তারা অন্যান্য বিষয়সমূহের পাশাপাশি রাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা করছে।

অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শামসুনাহার বৈশাখী বলেন, ভালোই লাগছে। সবাই মজা করছে। রাকসু নিয়ে আলোচনা করছে। কে জিতবে, কে হারবে সেই হিসাব করছে। ক্যাম্পাস জুড়ে খুবই আনন্দঘন পরিবেশ।

এদিকে সন্ধ্যা থেকেই ক্যাম্পাসের ভেতরে প্রবেশের ক্ষেত্রে সবার পরিচয় নিশ্চিত করছে বিএনসিসির সদস্যরা। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

তবে প্রচারণার সময় শেষ হওয়ায় কোনো প্রার্থীকে প্রচারণা চালাতে দেখা যায়নি। নির্বাচিতদের জন্য রাকসু ভবনে সংস্কার কাজ ও রং করতেও দেখা গেছে। কাজটি সকাল থেকে শুরু হয়।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে চলবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে বিকাল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা। নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দের প্রত্যাশা, সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

রাকসু নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‍্যাব দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রাকসু নির্বাচনে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা প্রতিটি ধাপে ফুলপ্রুফ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যবস্থা নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনা ও ফলাফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষকের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এসসি/এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।