ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

সরকারি কলেজ শিক্ষকদের দিনব্যাপী কর্মবিরতি আজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, অক্টোবর ১৪, ২০২৫
সরকারি কলেজ শিক্ষকদের  দিনব্যাপী কর্মবিরতি আজ ঢাকা কলেজ

ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে আজ কর্মবিরতি পালন করছেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীরা হামলা চালায় এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুর করে। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এই ন্যক্কারজনক ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সারাদেশের সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।  

এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।