ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

এইচ টি ইমাম ও মেননের নামে থাকা কলেজের নাম পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ১৩, ২০২৫
এইচ টি ইমাম ও মেননের নামে থাকা কলেজের নাম পরিবর্তন

বেসরকারি ছয় কলেজের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচ টি ইমাম ও রাশেদ খান মেননের নামে থাকা কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

কুড়িগ্রামের একটি কলেজের নাম পরিবর্তন করে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ভাদুরীরচর কলেজের নাম পরিবর্তন করে হাদিরা ভাদুরীরচর আব্দুস সালাম পিন্টু কলেজ, সিরাজগঞ্জের উল্লাপাড়ার এইচ. টি. ইমাম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে উল্লাপাড়া ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠুটিয়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ঠুটিয়া কলেজ, বগুড়া সদরের ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা নৈশ মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা মহাবিদ্যালয় করা হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীর খোলারহাট মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে বীর শহীদ আবু সাঈদ স্মৃতি কলেজ, কুড়িগ্রামের ফুলবাড়ীর রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে দাশিয়ার ছড়া মহাবিদ্যালয় করা হয়েছে।

এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।