ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, আগস্ট ২৮, ২০২৫
১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের মধ্যেই আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বুয়েটের রেজিস্টার ড. এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থেকে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।

এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ