ঢাকা: ছয় দফা দাবি আদায়ে সোমবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (২৭ এপ্রিল) পলিটেকনিক শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম কারিগরি শিক্ষা আন্দোলন, বাংলাদেশের ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল ২৮ এপ্রিল (সোমবার) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল পালন করবে। এ ছাড়াও, ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা আইডিইবি-এর কাছে অভিযোগপত্র জমা দেবেন।
রোববার ঢাকাসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ দিন ঢাকার আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রায় দুই ঘণ্টা সমাবেশ করেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ নম্বর ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে এসে পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে অবস্থান নেন। বেলা সোয়া একটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। সমাবেশে পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীরা সংহতি জানান।
পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল; ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন; মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত; ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপিল ২৭, ২০২৫
এমআইএইচ/এমজেএফ