ঢাকা: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
তারা কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ চেয়ে তার কুশপুতুলে আগুন দিয়েছেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত বলেন, শিক্ষার্থীরা যখন অচলাবস্থা কাটিয়ে হলে ঢুকতে চাইলেন, তখন বিএনপিপন্থী উপাচার্য অধ্যাপক মাসুদ তাদের প্রতিহত করলেন।
তিনি বলেন, এই উপাচার্যের পদত্যাগের দাবিতে দরকার হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনশনসহ আরও কঠোর কর্মসূচি শুরু করবেন।
তিনি উপাচার্য মুহাম্মদ মাছুদকে দ্রুত অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দালাল উপাচার্য যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছেন, কুয়েটের দালাল উপাচার্যকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হবে। অবিলম্বে নিরীহ শিক্ষার্থীদের ওপর থেকে বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার করতে হবে। উপাচার্যের পদত্যাগসহ এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
মো. সাইফুল্লাহ বলেন, সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করার পরও দলকানা উপাচার্য চুপ ছিলেন। তিনি হামলার বিপক্ষে কোনো পদক্ষেপ নেননি। অন্তর্বর্তী সরকারকে বলব, এই উপাচার্যকে অপসারণ করে শিক্ষার্থীদের ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত করুন। অন্যথায় সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এফএইচ/আরএইচ