চট্টগ্রাম: নগরের প্রবর্তক মোড়ে বন্ধ থাকা সেন্ট্রাল সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৯ অক্টোবর) রাত ১২টার পর আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এবং পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তালা কেটে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
নগরের প্রবর্তক মোড়ে হাসপাতালটিতে অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদফতরের সুপারিশক্রমে গত ২৬ জুন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এসি/টিসি