ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে জমিতে মিললো যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, অক্টোবর ২০, ২০২৫
বাঁশখালীতে জমিতে মিললো যুবকের লাশ ...

চট্টগ্রাম: বাঁশখালীতে ধানের জমি থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 মোহাম্মদ মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে।

পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন বলেন, ধানের জমিতে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে যায় ওই যুবক। বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে তাকে মৃগী রোগী বলে দাবি করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।