ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিএনপি: সুফিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ১৯, ২০২৫
ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিএনপি: সুফিয়ান ...

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার রূপরেখা আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনা। দেশ ও জাতির এই সংকটকালে ৩১ দফা রাষ্ট্র মেরামতের জন্য একটি সুস্পষ্ট, বলিষ্ঠ ও বাস্তবভিত্তিক রূপরেখা, যা বাস্তবায়িত হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বিএনপি মিথ্যা প্রতিশ্রুতিতে নয়, কর্মে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় এলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ১৮ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর বাকলিয়াস্থ কুমিল্লাবাসীর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া হবে। এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে, চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি অনুধাবন করতে পেরেছেন, দেশকে যদি এগিয়ে নিতে হয়, তবে প্রতিটি খাতেই গুরুত্ব দিতে হবে। তাই আমাদের কর্তব্য—প্রতিটি ভোটারের কাছে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে ধানের শীষের নিখুঁত বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। প্রতিটি পাড়া-মহল্লায়, ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার ভিত্তিতে সকলের জন্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। বিএনপি নেতা কামাল হোসেন দুলালের সভাপতিত্বে ও মো. ফারুকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নবাব খান, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, বিএনপি নেতা আইয়ুব খান, আবদুল নবীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।