ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে কারখানা পরিদর্শনে সিআইইউর শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, অক্টোবর ১৯, ২০২৫
মীরসরাইয়ে কারখানা পরিদর্শনে সিআইইউর শিক্ষার্থীরা

চট্টগ্রাম: মীরসরাই ইকোনমিক জোনে অবস্থিত মডার্ন সিনট্যাক্স লিমিটেড পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর আইন অনুষদের এলএলএম প্রোগ্রামের শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল’ কোর্সের অংশ হিসেবে এই শিল্প পরিদর্শনের আয়োজন করা হয়।

 

সিআইইউ-এর আইন অনুষদের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি মো. জাফর আলম এবং প্রভাষক মো. ইফতেশাম ইসলাম এর নেতৃত্বে এলএলএম প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।  

কারখানা পরিদর্শনকালে শিক্ষার্থীরা পলিয়েস্টার ফাইবার এবং ডিটিওয়াই উৎপাদন প্রক্রিয়া, পরিবেশ ব্যবস্থাপনা যেমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) এবং ডিএম ওয়াটার প্লান্ট ঘুরে দেখেন।

পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে টেকসই উৎপাদন পদ্ধতি ও কর্মপরিবেশে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সে সম্পর্কেও তারা সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন।  
এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকারখানায় পরিবেশগত নীতিমালা ও টেকসই উন্নয়নের বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুশীলনমূলক ধারণা লাভ করেন।

মডার্ন সিনট্যাক্স লিমিটেড পরিদর্শনকালে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের একাংশ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।