ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, আগস্ট ১৭, ২০২৫
বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, বিবেক ও সচেতনতার আলোয় আলোকিত করে। বিতর্কের মাধ্যমে গড়ে তোলা সম্ভব যুক্তিবাদী, দায়িত্বশীল ও আলোকিত সমাজ।

রোববার (১৭ আগস্ট) বিকেলে টাইগারপাসের চসিক কার্যালয়ে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে, জ্ঞানের আলো ও যুক্তির শক্তিতেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়।

বিতর্ক তরুণ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করে।

সভায় তিনি বিশেষভাবে অভিনন্দন জানান অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ডিবেট টিমকে। সম্প্রতি নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দলটি চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী তিন ছাত্রীকে মেয়র ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা পুরস্কার দেন।

সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দীন আনোয়ারী ও নিগার সুলতানা, অভিভাবক প্রতিনিধি মো. আবদুল মালেক, প্রবাল রক্ষিত, রাশেদা আক্তার ও শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আলী (মিঠু)।

সভায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নতুন বিজ্ঞান ল্যাব ও শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং কলেজ ভবনের পাশে স্থাপিত দোকান ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।