ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এসজেডএইচএম ট্রাস্টের জলবায়ু ক্যাম্পেইন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জুলাই ৪, ২০২৫
এসজেডএইচএম ট্রাস্টের জলবায়ু ক্যাম্পেইন ...

চট্টগ্রাম: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে হারে বাড়ছে, তা সমগ্র মানবজাতির জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। এই সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নের জন‍্য পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট চিকিৎসা, শিক্ষা ও মানবতার সেবার বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রথমবারের মতো “SZHM Trust Climate Champion 2025” নামে একটি গবেষণাধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম‍্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির অডিটোরিয়ামে (৫ম তলায়) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ী গবেষকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।