চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় হাতির জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহেদ গরু দেখভালের জন্য বিলে আসে।
এদিন বিকেল ৩টায় উপজেলার বরুমচড়ায় পাকা দেওয়াল নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ (২০) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাছির জাহেদ বাংলানিউজকে বলেন, ঘটনার পর তাদের হাসপাতালে আনা হলে দেখা যায় হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বৈদ্যুতিক তারে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরও এটি ঘটনার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিই/পিডি/টিসি