ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুলাই ৩, ২০২৫
বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার (৩২) নামে একটি এনজিও সংস্থার কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এনজিওর আরেক কর্মকর্তা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত ইকবাল সিকদার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং বুরো বাংলাদেশ এনজিও চন্দনাইশ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আহত জাবেদ মিয়া একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে। দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মানিক দেবনাথ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ইকবাল সিকদারকে হাসপাতালে আগেই তিনি মারা যান। তার সঙ্গে আহত জাবেদ মিয়াকেও আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেওয়া হয়েছে।  

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার নামে এক এনজিও কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।