চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, গণতন্ত্রের জন্য জনগণ গত ১৬ বছর রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্দ্বীপ উপজেলার বিএনপির পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছেন উল্লেখ করে তেনজিং বলেন, তিনি সারাদেশকে কারাগারে পরিণত করেছেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে। মানুষ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ”
তিনি আরও বলেন, যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। ৬০০’র বেশি সংস্কার মানা হয়েছে। অল্প কিছু সংস্কারে সমস্যা আছে, সেগুলোও মিটে যাবে। এতগুলো সংস্কার মানার পর যদি কেউ বলে পিআর পদ্ধতি বা গণভোটের পদ্ধতি প্রয়োজন—এগুলো চরম বাড়াবাড়ি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে; কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমত আলী বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামাল, মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফছার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল আকতার প্রমুখ।
এমআই/পিডি/টিসি