ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোহরা অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে আবু সুফিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, আগস্ট ২৮, ২০২৫
মোহরা অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে আবু সুফিয়ান ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ডের মধ্যম মোহরা মল্লর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তিনি নিহত গীতা রানি ঘোষের ছেলে লক্ষণ ঘোষসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন।

এ সময় তিনি শোক প্রকাশ করে বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। প্রিয়জন হারানোর বেদনা সহ্য করা কারো পক্ষেই সম্ভব নয়।
মহান সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন দানু, বিএনপি নেতা মানিক চৌধুরী, নুরুল আমিন, নুরুল আলম লিটন, সেকান্দর সেরু, মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জমির আহমেদ মানিক, শহীদুল ইসলাম বাদশা, মো. ইব্রাহীম, মোহরা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান গীতা রানি ঘোষ (৬৫)। এতে গুরুতর দগ্ধ হন তার ছেলে বিপ্লব ঘোষ (৪৯), পুত্রবধূ কণা ঘোষ (৩৫) ও নাতনি শশী ঘোষ (১০)। পরে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শশী ঘোষ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।