ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ইডেন স্টার ক্লাবের সভাপতি রবিউল, সম্পাদক বাবলু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, আগস্ট ২৮, ২০২৫
চট্টগ্রাম ইডেন স্টার ক্লাবের সভাপতি রবিউল, সম্পাদক বাবলু ...

চট্টগ্রাম: চট্টগ্রাম ইডেন স্টার ক্লাবের ২০২৫-২০২৭ সেশনের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্লাব কার্যালয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় ক্রীড়া সংগঠক রবিউল হোসাইনকে সভাপতি এবং বিএনপি মিডিয়া সেল চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক নুর জাহেদ বাবলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যর কমিটি গঠন করা হয়।  

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সহ সভাপতি মোহাম্মদ জাবেদ, নাইমউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জিতু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক সাকিব ইয়াসির এলিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ, কোষাধ্যক্ষ আবু রায়হান রবিন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াসিক রায়হান, শিক্ষা ও প্রচার প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ তাজেল, ক্রীড়া সম্পাদক রাজীব মিয়া, সহ ক্রীড়া সম্পাদক সরওয়ার হৃদয়, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক আতিক রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ খালেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মুনসুর আলী নিশান, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ রাকিব।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।