চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত জুলাই বিপ্লব বাংলাদেশকে একটি আদর্শিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। যা আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নিয়ামত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে প্রাক্তন ছাত্রনেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, বিগত অন্ধকার সময় যদি আরও ১০ বছর চলত, তাহলে এদেশের মানুষ অর্থনৈতিক ও সামাজিক অধিকারের পাশাপাশি ধর্মীয় অধিকারও হারিয়ে ফেলত। এই দেশের অখণ্ডতা রক্ষার একমাত্র শক্তি হলো ঈমানি শক্তি। আর এই ঈমানি শক্তি ধ্বংসের অংশ হিসেবে তারা কোনো দেশপ্রেমিক ও ইসলামী ব্যক্তিত্বকে ছাড় দেয়নি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আল্লাহ জামায়াতে ইসলামীকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। আগামী জাতীয় নির্বাচনে এই দেশের মানুষ জামায়াত থেকে অনেক ভালো কিছু আশা করছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণের এই গুরুদায়িত্ব শিবিরের তৈরি করা সোনালী মানুষগুলোকেই নিতে হবে। দেশ গড়ার জন্য আল্লাহর দেওয়া এই মর্যাদাপূর্ণ সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আর নাও আসতে পারে। জমিনের প্রতিটি ইঞ্চি মাটি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য উত্তম চাষাবাদ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডবলমুরিং থানা আমির ফারুক আজম এবং ২৪ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল মালেক।
ওয়ার্ড আমির ইমরানুল হকের সভাপতিত্বে ও ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মুহাম্মদ ফায়েদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম আসাদ, ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আমির আব্দুর রহিম, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সেক্রেটারি মাকসুদুর রহমান এবং আসকারাবাদ ওয়ার্ড সেক্রেটারি শাহরিয়ার শামিম শাহজালাল।
বিই/টিসি