ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, জুলাই ৩, ২০২৫
৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, যুবক গ্রেপ্তার বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার আসামি

চট্টগ্রাম: মীরসরাইয়ে ৭০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ আরিফুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় অবৈধ সিগারেট বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়।



‎বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

‎আটক আরিফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।


‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, মহাসড়কে তল্লাশি চালানোর সময় অভিযুক্তের গাড়িতে অবৈধ বিদেশি ব্রান্ডের ৭০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।

এ সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং সিগারেট ও গাড়ি জব্দ করা হয়। আসামি আরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।