ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিইউএএ’র নতুন কমিটিকে সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, মে ১, ২০২৫
সিইউএএ’র নতুন কমিটিকে সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইউএএ) নতুন কমিটিকে সংগঠনের কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ মে) সংগঠনটির জীবন সদস্য মো. আসিফ চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেয়াদ উর্ত্তীণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ সদস্য অনুপস্থিতির কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির ও অকার্যকর হয়ে পড়ে। যার ফলে গত ১১ এপ্রিল চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এক অন্তর্ভুক্তিমূলক সাধারণ সভায় চাকসুর সাবেক ভিপি  এস এম ফজলুল হক সভাপতি এবং ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করে গঠিত কার্যকরী কমিটিকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ সময়:  ১৬২০ ঘণ্টা, মে ১, ২০২৫
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।