চট্টগ্রাম: মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অহিদুন্নবী (৩৫) নামের এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) ভোর ৪টার দিকে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির হুজুর বাড়িতে এ ঘটনা ঘটে।
মো. অহিদুন্নবী কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ওই এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০১, ২০২৫
এসি/টিসি