ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন লাখের বেশি টিসিবি কার্ড বিতরণ করছে চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, এপ্রিল ২৭, ২০২৫
তিন লাখের বেশি টিসিবি কার্ড বিতরণ করছে চসিক ...

চট্টগ্রাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয়ের কার্যক্রমের ৩ লাখ ৯৬৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে চসিক।  

প্রথম ধাপে ৪১ ওয়ার্ডের ৫ হাজার ২৬৯টি কার্ড ওয়ার্ড সচিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।

 

রোববার (২৭ এপ্রিল) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।  

তিনি বলেন, নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।

ধাপে ধাপে সব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।