চট্টগ্রাম: সিভাসু মাৎস্যবিজ্ঞান অনুষদের যুগপূর্তিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে ফিশ ফেস্টিভ্যাল। দুই দিনব্যাপী আয়োজনে থাকছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, স্টলভিত্তিক প্রডাক্ট ও ইনোভেশন শোকেসিং ও চাকরি মেলা।
আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ জানান, ফেস্টিভ্যালে ২৬টি বিশ্ববিদ্যালয়সহ মৎস্য খাতে জড়িত ৯৫টি প্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, ভোক্তা এবং প্রতিনিধি উপস্থিত থাকবেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সুসজ্জিত স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন প্রদর্শন করবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ফেস্টিভ্যাল পৃষ্ঠপোষকতা করছেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এআর/পিডি/টিসি