ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ছাড়া কেউ ফটিকছড়ির উন্নয়ন করেনি: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
বিএনপি ছাড়া কেউ ফটিকছড়ির উন্নয়ন করেনি: সরওয়ার আলমগীর  ...

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির মাটি বিএনপির ঘাঁটি। বিএনপি ছাড়া অন্য কোনো সরকার ফটিকছড়ির উন্নয়ন করেনি।

সবাই লুটেপুটে খেয়েছে।  

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ফটিকছড়ির একটি কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা ও সাবেক উপ প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, ডা. এম এন ছফা, আবছার আহমদ চৌধুরী, নুরুল আবছার পাখি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম আজাদসহ প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে এক সভায় প্রধান অথিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ ফটিকছড়ির অধিকাংশ এলাকা অনুন্নত রয়ে গেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ফটিকছড়ির আনাচে-কানাচে পর্যন্ত উন্নয়ন হবে। ফটিকছড়ি বাংলাদেশের মডেল হিসেবে পরিণত হবে। চাঁদাবাজিসহ সব অবৈধ কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। বন্ধ হবে মাদক ব্যবসা।

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় আরও বক্তব্য দেন মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, ফরিদ চেয়ারম্যান, বদিউল আলম তালুকদার, মো. এমরান  মহিউদ্দিন আজম তালুকদার, নুরুল হুদা, আবু আজম তালুকদার, শহীদুল আজম চেয়ারম্যান, জালাল উদ্দিন, আবু মেম্বার,আবুল খায়ের, ইলিয়াস জসিম, এনাম উদ্দিন, দিদারুল আলম চৌধুরী, জাফর, হাফেজ জয়নাল, ডা. নাজিম উদ্দীন, এস এম আবু মুনসুর, নাসির উদ্দীন, এনামুল হক, নুরুল আফসার, খালেদ মাহমুদ বাবুল, ওহিদুল আলম, নুরুল ইসলাম মেম্বার, আবুল বশর, আলা উদ্দিন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।