চট্টগ্রাম: বোয়ালখালীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো.মহিউদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার করলডেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহিউদ্দিন (২৭) আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
বিই/টিসি