ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য ইয়ংওয়ানের কোটি টাকার স্কলারশিপ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
সিআইইউ’র শিক্ষার্থীদের জন্য ইয়ংওয়ানের কোটি টাকার স্কলারশিপ 

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী সুযোগ এনে দিয়েছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইয়ংওয়ান করপোরেশন। প্রতিষ্ঠানটি সিআইইউ'র ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রাম এবং প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের জন্য এক কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে।

 

এই স্কলারশিপের আওতায় সিআইইউ’র সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে স্কলারশিপ জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন। শুধুমাত্র শিক্ষাবৃত্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্টার্নশিপের সুযোগ, কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং চাকরির নিশ্চয়তা।

 

গত ফেব্রুয়ারি মাসে নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইয়ংওয়ান কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) অংশ হিসেবে এই স্কলারশিপ প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। সমঝোতা অনুযায়ী, ইয়ংওয়ান কর্পোরেশন স্কলারশিপ প্রদান ছাড়াও যৌথ গবেষণা, দক্ষ জনশক্তি উন্নয়ন, মেন্টরশিপ প্রোগ্রাম, দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম, সামর্থ্য বৃদ্ধি, ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির এক গুচ্ছ প্রস্তাবনা দিয়েছে।

সিআইইউ’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এম নুরুল আবসার বলেন, এই স্কলারশিপ শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং আমাদের শিক্ষার্থীদের গ্লোবাল কর্পোরেট জগতে প্রবেশের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। দেশের উচ্চশিক্ষা খাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনেও গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি ইয়ংওয়ান করপোরেশনকে সিআইইউ’র  শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সিআইইউতে সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সিআইইউ ওয়েবসাইটে অথবা এডমিশন অফিসে বিস্তারিত তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ২৮ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।