চট্টগ্রাম: মিয়ানমারে আটকেপড়া ২০ বাংলাদেশি নাগরিককে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
তারা হলেন, জুবায়েদ হোসেন জুয়েল, সরওয়ার কামাল, তারেক মনোওয়ার, নাজিম উদ্দীন, নূর মোহাম্মদ, মো. নজরুল ইসলাম, মো. খোকন, মো. ফাহিম, মো. হাশেম, মো. আব্দুল্লাহ, মনসুর আলম, মো. মোবারক, রফিকুল ইসলাম, আজিজুর রহমান, রবিউল আলম, মোহাম্মদ হেলাল, রফিকুল ইসলাম, মো. ফয়সাল, মো. সাজ্জাদ, মো. আসাদ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, ২০ বাংলাদেশি নাগরিক ফেরত এসেছেন।
তিনি বলেন, বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে আপনারা যাবেন। অবৈধ প্রক্রিয়ায় যেতে গিয়ে আপনারা এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। আপনারা বিদেশে যাওয়ার আগে অবশ্যই এজেন্সি যাচাই-বাছাই করে নেবেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল মানুষ। তাদের সচেতন হতে হবে৷ শুধু এজেন্সির দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাও প্রতারণার ফাঁদে পা দিচ্ছি। যারা প্রতারণার শিকার হয়েছেন আপনারা অভিযোগ করেন অথবা মামলা দায়ের করেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যারা এসব প্রতারণার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
এ ২০ জন নাগরিক ছাড়াও মিয়ানমারে যারা আটক আছেন তাদেরও ফেরানোর প্রক্রিয়ার কাজ আমরা শুরু করবো। এটি একটি জটিল প্রক্রিয়া। এরপরেও আমরা বাকিদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাবো।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
বিই/টিসি