ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবির বস্তিতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
সিআরবির বস্তিতে আগুনে পুড়ল ১৪ বসতঘর ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সিআরবি এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি কাঁচা-সেমিপাকা ঘর পুড়ে গেছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, সিআরবি এলাকার একটি বস্তিতে ভোরে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে গেছে।  

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
পিডি/টিসি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।