ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জানুয়ারি ৩১, ২০২৫
বাঁশখালীতে ৪৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বাঁশখালীর শীলকূপে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ মো. আব্দুস সাত্তার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে শীলকূপ ইউনিয়নের শীলকূপ টাইম বাজার কবির স্টোরের সামনে অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো. আব্দুস সাত্তার ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের ছেলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আসামি মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, সে এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।