ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুলাই ২৮, ২০২৫
চবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়ার ঝুলন্ত লাশ নিজ বাসার জানালার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সহপাঠীদের দাবি, তিনি ডিপ্রেশনে ছিলেন; তবে জানালায় ‘ঝুলে থাকা’ এবং ‘পা মাটিতে লেগে থাকা’ অবস্থার কারণে মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় চবি ল্যাবরেটরি স্কুলের সামনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, লামিয়া সেখানে তার বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

তিনি চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একইসাথে শাখা ছাত্রদলের অনুসারী হিসেবেও সক্রিয় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লামিয়া প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হয়ে ড্রপ-আউট হন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সোমবার সকাল সাড়ে ৯টায় ঘর পরিষ্কার করতে গিয়ে বাসার গৃহকর্মী জানালার পাশে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার বাবা-মা লাশটি নিচে নামান।

ঘটনাস্থলে উপস্থিত বাসার গৃহকর্মী বলেন, লামিয়া আপু জানালার সাথে ঝুলে ছিলেন। কিন্তু তার পা মাটিতে ছিল। আমি এখনও বুঝতে পারছি না, কিভাবে মারা গেল। ফাঁসি দিলে তো ঝুলে থাকতো।

চবির সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লাশ নামিয়ে নিচে শুইয়ে রাখা হয়েছে। পরে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, মেয়েটির মরদেহ আমরা জানালার পাশে মাটিতে শুয়ে থাকা অবস্থায় পাই। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে। বিস্তারিত তদন্তের পরে জানানো হবে।

ঘটনার পর থেকে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে-তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।