চট্টগ্রাম: মোহরার কেডিএস টেক্সটাইল মিলস (ইউনিট–২) পরিদর্শন করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থী।
শ্রেণীকক্ষের কার্যক্রম এবং পাঠ্যক্রমের পরিপূরক হিসেবে সম্প্রতি এটি অনুষ্ঠিত হয়।
সিআইইউর ব্যবসায় অনুষদের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ এবং প্রভাষক ও সিআইইউ এইচআরএম সোসাইটির ফ্যাকাল্টি অ্যাডভাইজর মো. আশিকুল মাহমুদ ইরফানের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের স্বাগত জানান প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোহাম্মদ মোতাহার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেডিএস টেক্সটাইল ডিভিশনের প্রেসিডেন্ট হরিশ কে. চতুর্বেদী, অপারেশনস জিএম জনাব দীপক ভার্মা, ডিজিএম (মেইনটেন্যান্স, ইঞ্জিনিয়ারিং ও ইউটিলিটি) প্রকৌশলী মাখন বনিক এবং ডিজিএম (ডাইং ও ফিনিশিং) জনাব মিজানুর রহমান। এ সময় শিক্ষার্থীদের ফ্যাক্টরি ট্যুরের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান রক্ষা কার্যক্রম এবং টেকসই শিল্প চর্চার বিভিন্ন দিক সরাসরি দেখানো হয়।
সিআইইউ’র জেনারেল ম্যানেজমেন্ট ও এইচআরএম বিভাগ নিয়মিতভাবে এ ধরনের শিল্পভ্রমণের আয়োজন করে, যাতে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসা ও শিল্পক্ষেত্র সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা ও প্রাঞ্জল ধারণা লাভ করতে পারে।
পিডি/টিসি