চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার-২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল- সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে অবহিত করা এবং তাদেরকে এক নতুন শিক্ষা জীবনের সূচনায় স্বাগত জানানো।
প্রধান অতিথি অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সামনে একটি পরিষ্কার দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি একজন প্রকৌশলী হিসেবে কীভাবে আদর্শ চরিত্র, অধ্যবসায় এবং নৈতিকতা অনুসরণ করে সাফল্য অর্জন করা সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন।
অন্যান্য শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, ক্লাস-পরীক্ষার নিয়ম, ল্যাব ও ফিল্ড কার্যক্রম, প্রকল্পভিত্তিক শিক্ষা এবং বিভাগীয় সুযোগ-সুবিধার বিস্তারিত বিবরণ দেন। পাশাপাশি ভবিষ্যৎ চাকরির বাজার, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও শিক্ষার্থীদের আগ্রহী করে তোলেন।
বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আবুল হাসান নবীন শিক্ষার্থীদের দায়িত্ববান, আত্মপ্রত্যয়ী ও যুগোপযোগী দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এসি/টিসি