ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায়, প্রাণ হারাল বাবা-মেয়ে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, আগস্ট ৩১, ২০২৪
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায়, প্রাণ হারাল বাবা-মেয়ে

চট্টগ্রাম: সীতাকুণ্ডে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (৩১ আগস্ট) রাত ৭টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে  এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কাউসার হোসেন (৪৫) ও কাশফি (১১)।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক দীপক কুমার শীল বাংলানিউজকে বলেন, ফৌজদারহাট এলাকায় একটি সড়ক দুর্ঘটনা হয়েছে।

মহাসড়কের ঢাকামুখী মোটরসাইকেলে করে বাবা মেয়ে যাচ্ছিলেন। পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। তাদের উদ্ধার করে প্রয়োজনী ব্যবস্থাগ্রহণের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও ট্রাকটি আটক করা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।