ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জুলাই ১২, ২০২৪
রাউজানে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিশুর ...

চট্টগ্রাম: রাউজান বৈদ্যুতিক সংযোগ থাকা মাল্টিপ্লাগের সংস্পর্শে এসে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মৃত্যুবরণকারী মারুফ হোসেন (৬) ওই এলাকার প্রবাসী মো. বাবরের ছেলে। শুক্রবার (১২ জুলাই) সকালে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা যায়, মায়ের সঙ্গে ঘুমাতে গিয়ে তার অজান্তে লোহার পাত নিয়ে খেলার সময় মাল্টিপ্লাগের সংস্পর্শে এলে শিশুটি মারা যায়।

শিশুর দাদি লায়লা বেগম বলেন, রাতে ছেলেকে নিয়ে মা ইয়াছমিন আকতার ঘুমাতে যায়। ছেলে খেলতে খেলতে বিছানার নিচে মাল্টিপ্লাগের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।